কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন (৬৪+৩৫=৯৯টি) টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষের ছুটির পোর্টাল
সাধারণ নির্দেশাবলীঃ
১. শুধুমাত্র ৬৪+৩৫=৯৯টি সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ/ভারপ্রাপ্ত (অধ্যক্ষ) গণের নৈমিত্তিক ছুটির আবেদন এবং মঞ্জুরের জন্য এই পোর্টালটি ব্যবহার করা যাবে।
২. www.techedu.gov.bd এই ঠিকানায় প্রবেশ করে আভ্যন্তরীণ ই-সেবাসমূহ হতে “ছুটির আবেদন” অপশন থেকে প্রতিষ্ঠান প্রধানের Email ID এবং Password প্রদান করে আবেদন করা যাবে।
৩. যে কোন প্রকার সহযোগিতার জন্য (ইউজার আইডি অথবা পাসওয়ার্ড) যোগাযোগ করা যেতে পারেঃ মোঃ আলী ইসলাম, ই-মেইলঃ aliislam.dte@gmail.com, মোবাইলঃ ০১৯২৪৮৮৯৯৫৫
[বি.দ্রঃ অফিস আদেশ জারীর পর থেকে এই পোর্টালের মাধ্যমে ছুটির আবেদন করা যাবে।]